জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশীরা। শুক্রবার সন্ধ্যায় প্যারিসের সন্নিকটে পন্তার একটি রেস্তোরায় শহীদ ওসমান হাদী সমর্থক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তারা এ ঘোষণা দেন। প্রয়োজনে সারা বিশ্বের রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে রেমিট্যান্স শাটডাউন কর্মসূচির হুমকিও দেন তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক আবদুল মান্নান আজাদ এবং পরিচালনা করেন মোহাম্মদ কামরুজ্জামান। বক্তারা শহীদ ওসমান হাদীর বিপ্লবী জীবন, তার ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থার চিন্তা এবং সাংস্কৃতিক বিপ্লবের আহ্বান তুলে ধরেন। তারা বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অবক্ষয়ের সমালোচনা করেন এবং শহীদের স্মৃতি রক্ষায় বিশ্বব্যাপী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের আহ্বান জানান।
বক্তারা অঙ্গীকার করেন, প্রকৃত খুনিদের বিচার ও ওসমান হাদীর চিন্তার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ প্রতিরোধ অব্যাহত থাকবে।
ওসমান হাদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ফ্রান্স প্রবাসীরা