বাংলাদেশে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশে রোববার (৩০ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ অধ্যাদেশ প্রকাশ করা হয়, যা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আনুষ্ঠানিকভাবে পৃথক করে। এর আগে ২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়। প্রধান বিচারপতির উদ্যোগে ২০২৪ সালের অক্টোবরে সুপ্রিম কোর্ট থেকে পৃথক সচিবালয় গঠনের প্রস্তাব পাঠানো হয়, যা সংবিধানের ১০৯ অনুচ্ছেদের উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক হবে। এই অধ্যাদেশের মাধ্যমে বিচার বিভাগের জন্য স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠিত হলো, যা বাংলাদেশের বিচার সংস্কার ও শাসন ব্যবস্থায় একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি