রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেছেন, পুরান ঢাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে জনসচেতনতার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুক্রবার রাজধানীর নয়াবাজারে ঢাকা মহানগর সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভবন নির্মাণে রাজউকের নিয়ম কঠোরভাবে মেনে চলা জরুরি। অগ্নিকাণ্ড বা ভূমিকম্পের মতো দুর্যোগে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রবেশের জন্য পর্যাপ্ত রাস্তা রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।
সভায় পুরান ঢাকার অপরিকল্পিত ভবন, সরু রাস্তা ও নকশা বহির্ভূত নির্মাণসহ নানা ঝুঁকি নিয়ে আলোচনা হয়। রাজউক চেয়ারম্যান বলেন, পুরান ঢাকার সমস্যাগুলো বহুদিনের এবং শুধু আইন প্রয়োগে এর সমাধান সম্ভব নয়। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর শহর গড়তে ঢাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় রাজউকের পক্ষ থেকে এলাকার উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা সমিতির সভাপতি ইসমাইল নওয়াব এবং উপস্থিত ছিলেন মহাসচিব আবু মোতালেব ও রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) এরাদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুরান ঢাকার সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও নিয়ম মানার আহ্বান রাজউক চেয়ারম্যানের