ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করা ১৪ ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মদনেরঘাট সীমান্ত দিয়ে তাদের ভারতে ফেরত পাঠানো হয়। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ফেরত পাঠানোর পর বিএসএফ ওই নাগরিকদের আটক করে হেফাজতে নেয়।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার রাত ২টার দিকে এবং বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিএসএফ দুই দফায় ভারতীয় ১৪ নাগরিককে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করে। বিজিবির তৎপরতায় তারা ব্যর্থ হয় এবং সীমান্তে নজরদারি বাড়ানো হয়। পরে ভারতের চাইডোবা এলাকায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফ বিজিবির প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ওই নাগরিকদের ফেরত নিতে সম্মত হয়।
বিজিবি কর্মকর্তারা জানান, তারা ভারতের ওড়িশা রাজ্যের বাসিন্দা বলে দাবি করেছেন এবং হিন্দিতে কথা বলেন। স্থানীয় পুলিশের মতে, তারা ভারতে সরকারি জমি থেকে উচ্ছেদ হয়ে কিছুদিন জেলে ছিলেন, পরে বিএসএফ তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে।
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে বিএসএফের পুশ ইন করা ১৪ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি