Web Analytics

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঠাকুরগাঁও ও দিনাজপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এক মানবপাচারকারীসহ চারজনকে আটক করেছে এবং ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। ২২ ডিসেম্বর গভীর রাত ও পরদিন সকালে ফকিরগঞ্জ ও চাপসা বিওপি টহল দলের অভিযানে এসব আটক ও উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। পরে আটক ব্যক্তিদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৪২ থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপদইল গ্রাম থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ উদ্ধার করা হয়। অপরদিকে, হরিপুর উপজেলার রামপুর সীমান্ত এলাকায় মানবপাচারকারী সাদ্দাম হোসেনসহ তিনজনকে আটক করা হয়। বিজিবি জানায়, পাচারচক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান, মাদক ব্যবসা ও অনুপ্রবেশ রোধে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে।

Card image

Person of Interest

logo
No data found yet!