মহান মে দিবসে উপলক্ষ্যে রাজধানীতে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি। দুপুর আড়াইটায় অনুষ্ঠানিক সমাবেশ শুরুর আগে সকাল থেকেই সমাবেশে যোগ দিতে শুরু করেছেন সারা দেশ থেকে আসা দলটির নেতাকর্মীরা। দেশাত্মবোধক গাষ ও গণসংগীতের মধ্য দিয়ে নেতাকর্মীদের উজ্জিবীত করা হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ স্থায়ী কমিটির সদস্যরাও যোগ দেবেন।
মহান মে দিবসে উপলক্ষ্যে রাজধানীতে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি