Web Analytics

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে নতুন করে সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে মঙ্গলবার নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বানতেয় মিনচেই প্রদেশে থাই বাহিনীর রাতভর গোলাবর্ষণে দুইজন বেসামরিক নাগরিক নিহত হন। এর আগে প্রেয়াহ বিহার ও ওদ্দার মিআনচে প্রদেশে কামানের গোলায় চারজন বেসামরিক নিহত ও অন্তত ১০ জন আহত হন।

থাই সেনাবাহিনী জানিয়েছে, সংঘাত শুরুর পর তাদের একজন সৈন্য নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। উভয় দেশই একে অপরকে সংঘাত শুরুর জন্য দায়ী করছে। থাইল্যান্ড সোমবার বিমান হামলা ও ট্যাংক ব্যবহার করে কম্বোডিয়ার সীমান্তে অভিযান চালায়। সাম্প্রতিক বছরগুলোতে এটি সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষগুলোর একটি বলে মনে করা হচ্ছে।

সংঘাতের মূল কারণ শত বছরের পুরোনো সীমান্ত বিরোধ, যা ফরাসি ঔপনিবেশিক আমলে নির্ধারিত হয়েছিল। উভয় দেশই সীমান্তবর্তী কয়েকটি মন্দির এলাকার মালিকানা দাবি করছে। পর্যবেক্ষকরা সতর্ক করেছেন, উত্তেজনা অব্যাহত থাকলে এটি আসিয়ান অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে।

09 Dec 25 1NOJOR.COM

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে মন্দির এলাকা নিয়ে সংঘর্ষে নিহত সাতজন

Person of Interest

logo
No data found yet!