চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) আগামী ছয় মাস বা নতুন অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিজ ব্যবস্থাপনায় পরিচালনা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৭ বছর ধরে পরিচালনাকারী সাইফ পাওয়ারটেক লিমিটেডের চুক্তির মেয়াদ ৬ জুলাই শেষ হচ্ছে। ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ ক্ষেত্রে কোনো দরপত্র আহ্বান করা হবে না, বরং সরাসরি ক্রয়পদ্ধতিতে অপারেটর নিয়োগ করা হবে।
চট্টগ্রাম বন্দর নিজ ব্যবস্থাপনায় ৬ মাস পরিচালনা করবে এনসিটি