তেহরানে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। সবশেষ ইসরাইলী বিমান বাহিনীর গোলাবর্ষণের শিকার হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবি-এর কার্যালয়। ভিডিও ফুটেজে দেখা গেছে, স্টুডিওতে একজন নারী নিউজ অ্যাঙ্কর সংবাদ পাঠ করার সময় হাঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে স্টুডিওটি এবং ধুলো ছড়িয়ে পড়তে থাকে। পরে নিউজ অ্যাঙ্কর বিস্ফোরণের আসন ত্যাগ করে ছুটে যান। এর আগে ওখানকার বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার জন্য সতর্ক করেছিল ইসরাইল।