নোয়াখালীর হাতিয়া অগ্নিকাণ্ডে নিহত সনাতন ধর্মী পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়েত ইসলামী। দলটি নিহতদের পরিবারকে একটি নতুন ঘর তৈরি করে দিয়েছে। ঘর হস্তান্তর অনুষ্ঠানে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জামায়াত নেতা এডভোকেট শাহ মাহফুজুল হক বলেন, মানবতার খাতিরে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। কেশব বাবুর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্বের অংশ। প্রসঙ্গত বুডিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তার স্ত্রী মিলন বালা নামে এক দম্পতি নিহত হয়েছেন। এই ঘটনায় তাদের ৭ টি গরু আগুনে পুড়ে মারা যায়।
নোয়াখালীর হাতিয়া অগ্নিকাণ্ডে নিহত সনাতন ধর্মী পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামী। দলটি নিহতদের পরিবারকে একটি নতুন ঘর তৈরি করে দিয়েছে।