রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন জমা দিতে যাচ্ছে এনসিপি। ইসিতে নিবন্ধনের জন্য কোনো দলের কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রসহ অনূর্ধ্ব এক-তৃতীয়াংশ জেলা ও ন্যূনতম ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন থানায় অফিস থাকতে হয়। এছাড়া দলের গঠনতন্ত্রে কিছু বিষয় উল্লেখ থাকতে হয়। জানা গেছে, এনসিপি ইতোমধ্যে দেশের ৩৩টি জেলা ও ১২৭টি উপজেলায় সমন্বয় কমিটি গঠনে সক্ষম হয়েছে। এ নিয়ে এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব বলেন, আমরা রোববারের মধ্যেই নিবন্ধনের জন্য আবেদন জমা দেব। ইতোমধ্যে খসড়া গঠনতন্ত্র চূড়ান্ত হয়েছে। অনুমোদনের জন্য এটি শুক্রবার অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থাপন করা হবে।
আমরা রোববারের মধ্যেই নিবন্ধনের জন্য আবেদন জমা দেব। ইতোমধ্যে খসড়া গঠনতন্ত্র চূড়ান্ত হয়েছে: এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব