শুক্রবার রাতে খুলনার আঠারো মাইল এলাকায় এক যুবদল নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত শামীম আহম্মেদ (৩৫) সাতক্ষীরার তালার আব্দুল গফফারের ছেলে। তিনি ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক। বেশ কয়েকবছর ধরে ১৮ মাইল বাজার এলাকায় মায়ের সাথে স্ত্রীসহ বসবাস করতেন। নিহতের স্ত্রী বৃষ্টি আক্তারের দাবি, সন্ধ্যার পর এজাজ ও শরিফুল ইসলাম নামের দুই যুবক বাড়িতে আসে। তারা প্রায়ই আসতো। আমরা দ্বিতীয় তলায় থাকি। শামীমসহ ওই দুই যুবক তৃতীয় তলায় ছিলেন। রাত ১১টার দিকে খোঁজ নিতে গেলে জবাই করে হত্যার এই দৃশ্য দেখি। তখন ওই দুই যুবক ছিলেন না। এ নিয়ে ইনচার্জ ইব্রাহিম হোসেন জানান, এটি একটি হত্যাকাণ্ড। তদন্ত চলছে। মরদেহটি উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনার আঠারো মাইল এলাকায় এক যুবদল নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।