২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রযুক্তি ব্যবহারে নতুন উদ্যোগ নিচ্ছে ফিফা। এবার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহারের পরিসর বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে কেবল সরাসরি লাল কার্ডের সিদ্ধান্তে ভিএআর ব্যবহারের অনুমতি থাকলেও, ফিফা আইএফএবি-র কাছে আবেদন করেছে যাতে দ্বিতীয় হলুদ কার্ড ও কর্নার কিকের মতো সিদ্ধান্তেও এই প্রযুক্তি ব্যবহার করা যায়। মার্চ মাসে আইএফএবি-র সভার পর জানা যাবে নতুন নিয়মগুলো কার্যকর হবে কি না। অন্যদিকে আয়োজক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো প্রস্তুতি হিসেবে ইউরোপের শক্তিশালী দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করছে। যুক্তরাষ্ট্র বেলজিয়াম, জার্মানি ও পর্তুগালের বিপক্ষে খেলবে, আর মেক্সিকো মুখোমুখি হবে পর্তুগাল ও বেলজিয়ামের। আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের মাধ্যমে এই ভেন্যুটি তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজনের ইতিহাস গড়বে।
২০২৬ বিশ্বকাপের আগে কর্নার ও দ্বিতীয় হলুদ কার্ডে ভিএআরের ব্যবহার বাড়াতে চায় ফিফা