চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে ইসকনের সাবেক সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে প্রধান আসামি করে ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ, পাশাপাশি চারজনকে অব্যাহতির আবেদন করা হয়েছে। গত বছরের ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় গ্রেফতার হলে পরদিন আদালতে হাজিরার সময় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে তাণ্ডব চালায় ও সংঘর্ষ সৃষ্টি করে। পরে লালদিঘী থেকে কোতোয়ালি এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার মধ্যে বান্ডেল সেবক কলোনির সামনে আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের বাবা ২৯ নভেম্বর ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করেন, যাদের সবাই চিন্ময়ের অনুসারী।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে খুনের ঘটনায় ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে প্রধান আসামি করে চার্জশিট দিয়েছে পুলিশ। এতে ৩৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।