Web Analytics

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ ২০২৫-এর পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন গৌরব সিংহ ও আবদুল জহির তানভীর। ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত অল বাংলাদেশ ফাইনালে তারা মিজানুর রহমান ও রাহাতুন নাঈম জুটিকে ২–১ সেটে (২১–১৯, ১৭–২১, ২২–২০) হারিয়ে শিরোপা জেতেন।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রথম সেটে জয় পান গৌরব-তানভীর, দ্বিতীয় সেটে সমতা ফেরান মিজান-নাঈম। শেষ সেটে ২০–২০ সমতায় থাকার পর টানা দুই পয়েন্ট নিয়ে জয় নিশ্চিত করেন গৌরব-তানভীর। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হাবিব উল্যাহ ডন, সাধারণ সম্পাদক রাসেল কবির সুমনসহ কর্মকর্তারা।

সভাপতি হাবিব উল্যাহ ডন জানান, ফেডারেশন স্থানীয় খেলোয়াড়দের উৎসাহ দিতে বিশেষ আর্থিক পুরস্কার ঘোষণার বিষয়ে আলোচনা করবে। অন্য ইভেন্টগুলোতে নারী এককে ভারত, পুরুষ এককে কাজাখস্তান, নারী দ্বৈতে থাইল্যান্ড ও মিশ্র দ্বৈতে মালয়েশিয়া চ্যাম্পিয়ন হয়।

27 Dec 25 1NOJOR.COM

বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজে পুরুষ দ্বৈতে গৌরব-তানভীরের শিরোপা জয়

Person of Interest

logo
No data found yet!