পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বৈশ্বিক ভূরাজনৈতিক পুনর্গঠনের এই সময়ে বাংলাদেশ কোনো পক্ষের সঙ্গে যুক্ত না হয়ে নিজস্ব ‘সঠিক পথ’ বেছে নেবে। তিনি বলেন, বাংলাদেশ আত্মবিশ্বাসের সঙ্গে পরিবর্তনশীল আন্তর্জাতিক ব্যবস্থায় অংশ নেবে এবং জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন। তৌহিদ হোসেন তথ্যযুদ্ধ, ভুয়া তথ্য, ডিপফেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর প্রভাব সম্পর্কে সতর্ক করে বলেন, এসব বিষয় কূটনীতি ও শাসনব্যবস্থাকে বদলে দিচ্ছে। তিনি নিরাপত্তা ও অধিকার রক্ষায় ভারসাম্যপূর্ণ নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার ওপর জোর দেন। অর্থনৈতিক পুনর্বিন্যাস, আঞ্চলিক সহযোগিতা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান তিনি। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘প্রতিদ্বন্দ্বিতা, ভাঙন, পুনর্গঠন’।
বৈশ্বিক পুনর্গঠনে জাতীয় স্বার্থ অগ্রাধিকার দিয়ে স্বাধীন পথ বেছে নেবে বাংলাদেশ