সিরিয়ার আলেপ্পোয় সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। এতে হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন আশরাফিহ, শেখ মাকসুদ, বানি জেইদ, আল-সিরিয়ান, আল-হুলোক ও আল-মিদানসহ বিভিন্ন এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ জারি করেছে বলে আল জাজিরা জানিয়েছে।
আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং জানমালের ঝুঁকি এড়ানো। কারফিউ চলাকালে জনসাধারণের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। শহরের গণমাধ্যম বিভাগ জানিয়েছে, সপ্তাহের শুরুতে সংঘর্ষ শুরু হওয়ার পর আশরাফিহ ও শেখ মাকসুদ এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ পালিয়েছে।
সিরীয় সেনাবাহিনী অভিযোগ করেছে, এসডিএফ কামান ও মর্টার শেল দিয়ে বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে, এতে অন্তত ২২ জন নিহত ও ১৭৩ জন আহত হয়েছে। তবে এসডিএফ এই অভিযোগ অস্বীকার করে বলেছে, হতাহতের ঘটনা দামেস্ক সরকারের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর হামলায় ঘটেছে।
আলেপ্পোয় সেনা-এসডিএফ সংঘর্ষে কারফিউ ও ব্যাপক জনপলায়ন