Web Analytics

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সঠিক রাজনৈতিক দিকনির্দেশনা ও সৎ নেতৃত্বের অভাবে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশের সাধারণ মানুষ আজও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেট মহানগরীর জালালাবাদ থানার ৩৯নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে টুকেরগাও এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দুর্নীতি ও লুটপাটের রাজনীতিতে কিছু নেতার ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়ে উঠলেও সমাজের ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনে তার কোনো ইতিবাচক প্রভাব পড়ে না। জামায়াতে ইসলামী সমাজের বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়। মানুষের প্রত্যাশা পূরণে দলের সব স্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মানবতার কল্যাণে কাজ করেই আল্লাহর সন্তুষ্টি অর্জনে জামায়াত বিশ্বাসী এবং শীতার্ত অসহায়দের সহায়তায় সারা দেশে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।

02 Jan 26 1NOJOR.COM

যোগ্য নেতৃত্বের অভাবে জনগণের অধিকার বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য ফখরুল ইসলামের

Person of Interest

logo
No data found yet!