Web Analytics

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিচোআকান রাজ্যের উপকূলীয় শহর কোয়াহুয়ায়ানায় একটি পুলিশ স্টেশনের সামনে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার দুপুরের কিছু আগে এ বিস্ফোরণ ঘটে বলে দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে। তদন্তের দায়িত্ব ইতোমধ্যে দপ্তরটি গ্রহণ করেছে।

প্রাথমিকভাবে তিনজন নিহতের কথা জানানো হলেও পরে সংখ্যা বেড়ে পাঁচজন হয়, যাদের মধ্যে তিনজনই স্থানীয় পুলিশ কর্মকর্তা। ঘটনাস্থলে উদ্ধার ও তদন্তকারী দল পাঠানো হয়েছে। মিচোআকান রাজ্য দীর্ঘদিন ধরেই মাদকচক্র ও সংগঠিত অপরাধের সহিংসতায় অস্থিতিশীল অবস্থায় রয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই বিস্ফোরণ মেক্সিকোয় অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতের নতুন মাত্রা যোগ করেছে। তদন্তকারীরা সম্ভাব্য মাদকচক্রের সম্পৃক্ততা খতিয়ে দেখছেন এবং রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

08 Dec 25 1NOJOR.COM

মিচোআকানে পুলিশ স্টেশনের সামনে গাড়ি বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত

Person of Interest

logo
No data found yet!