Web Analytics

ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাব (ডিসিএসসি) আয়োজিত ‘ইনট্রা সায়েন্স ফেস্টিভ্যাল ২০২৫ ও নবীনবরণ’ অনুষ্ঠানে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। সৃজনশীলতা ও বিজ্ঞানমনস্কতা বিকাশের উদ্দেশ্যে আয়োজিত এই উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. ইলিয়াস এবং প্রধান অতিথি ছিলেন বুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোস্তফা আকবার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব রচেস্টারের অধ্যাপক এহসান হক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী শিক্ষক নবী নেওয়াজ খান শোমিন এবং শিক্ষক পরিষদের সম্পাদক এ. কে. এম. রফিকুল আলম। উৎসবে রুবিকস কিউব, সাই-ফাই রাইটিং, ফটোগ্রাফি, গেমিং, ক্যালকুলাস কমব্যাট, আইকিউ টেস্ট, সুডোকু রেস, বিজ্ঞান অলিম্পিয়াডসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়। অধ্যক্ষ ইলিয়াস ভবিষ্যতে আরও জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Card image

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।