যুক্তরাষ্ট্রের ইরানে সম্ভাব্য হামলার পরিকল্পনা ট্রাম্পের সমর্থক জোটে বিভাজন সৃষ্টি করেছে। অনেকেই, বিশেষ করে তার ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মাগা)’ ঘাঁটির সমর্থকরা, মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধে জড়ানোর বিরোধিতা করছেন। এ নিয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ রিপাবলিকান মিত্র স্টিভ ব্যানন বলেন, ‘আমরা আবার এটি করতে পারি না। আরেকটা ইরাক চাই না।’ এদিকে প্রভাবশালী মাগা কণ্ঠস্বর টাকার কার্লসনও বিরোধিতা করেছেন। এ প্রসঙ্গে মার্জোরি টেইলর গ্রিনও বলেন, ‘যারা ইসরাইল-ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়াতে চায়, তারা মাগা নয়। আমরা বিদেশি যুদ্ধে ক্লান্ত।’
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।