সংঘাত পর্যবেক্ষণ সংস্থা এসিএএলইডির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র সাতটি দেশে সামরিক হামলা চালিয়েছে। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্র ড্রোন ও বিমান ব্যবহার করে মোট ৬২২টি হামলা চালিয়েছে বা এতে অংশ নিয়েছে। সর্বশেষ হামলা হয়েছে ভেনেজুয়েলায়, যেখানে কারাকাসে একাধিক বিস্ফোরণের পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে যুক্তরাষ্ট্র। এর আগে সেপ্টেম্বরে ভেনেজুয়েলার নৌযান লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল মাদক পাচারের অভিযোগে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাত দেশের মধ্যে ছয়টিই মুসলিম সংখ্যাগরিষ্ঠ—নাইজেরিয়া, সোমালিয়া, সিরিয়া, ইরান, ইয়েমেন ও ইরাক। নাইজেরিয়ায় বড়দিনে আইএস-সংযুক্ত গোষ্ঠীর ওপর হামলা, সোমালিয়ায় অন্তত ১১১টি বিমান হামলা এবং সিরিয়ায় ৭০টি আইএস ঘাঁটিতে আক্রমণ চালানো হয়। জুনে ইরানের পারমাণবিক স্থাপনা, মার্চে ইরাকে আইএস নেতার মৃত্যু এবং ইয়েমেনে ‘রাফ রাইডার’ অভিযানে প্রতিদিন হামলার ঘটনা ঘটে।
বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপ ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি—বিদেশি সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বন্ধ করার—বিপরীত, যদিও তিনি নিজেকে শান্তির দূত হিসেবে উপস্থাপন করেন।
প্রথম বছরে সাত দেশে মার্কিন হামলা, ট্রাম্পের শান্তির দাবির সঙ্গে সাংঘর্ষিক