কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে রাত ১১টার পর আরও কয়েক শ শিক্ষার্থী তাদের সঙ্গে অবরোধে যোগ দেন। এ সময় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে গতকাল টিএসসিতে এক কর্মসূচি থেকে মঙ্গলবার রাত ১০টার মধ্যে কুয়েটের উপাচার্যকে পদত্যাগের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল।
কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ শিক্ষার্থীদের