জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার জেরে গোপালগঞ্জে কারফিউ আগামীকাল শুক্রবার সকাল ১১টা পর্যন্ত বাড়ানো হয়েছে। ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার বিরতির পর কারফিউ অনির্দিষ্টকালের জন্য পুনরায় কার্যকর হবে। সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন, যার মধ্যে পুলিশ ও সাংবাদিকও রয়েছেন। জেলায় ১৪৪ ধারা বহাল রয়েছে। হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে এনসিপি।
এনসিপি সমাবেশে রক্তক্ষয়ী সংঘর্ষের পর গোপালগঞ্জে কারফিউ বাড়ানো হলো