Web Analytics

মাইক্রোসফট পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল চালাতে বিশ্বব্যাপী ডাটা সেন্টার সংযুক্ত করে ‘সুপারক্লাস্টার’ নেটওয়ার্ক তৈরি করছে। শত ট্রিলিয়ন প্যারামিটারের বিশাল এআই মডেল প্রশিক্ষণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মাউন্ট প্লিজেন্ট ও জর্জিয়ার আটলান্টার দুটি ডাটা সেন্টার সংযুক্ত করে প্রকল্পের প্রথম ধাপ শুরু হয়। ‘ফেয়ার ওয়াটার’ নামে পরিচিত এসব কেন্দ্র সরাসরি চিপ ঠাণ্ডা করার প্রযুক্তি ব্যবহার করে, ফলে পানির ব্যবহার প্রায় শূন্য। মাইক্রোসফট অ্যাজুরের সিটিও মার্ক রাসিনোভিচ জানান, আধুনিক এআই প্রশিক্ষণের জন্য একাধিক কেন্দ্রের সমন্বিত অবকাঠামো প্রয়োজন। বিশ্লেষকদের মতে, এই কৌশল মাইক্রোসফটকে কম খরচ, ঠাণ্ডা জলবায়ু ও পর্যাপ্ত বিদ্যুৎসম্পন্ন স্থানে নতুন কেন্দ্র স্থাপনে সহায়তা করবে।

14 Nov 25 1NOJOR.COM

বিশাল পরবর্তী প্রজন্মের এআই মডেল প্রশিক্ষণে বিশ্বজুড়ে ডাটা সেন্টার যুক্ত করছে মাইক্রোসফট

Person of Interest

logo
No data found yet!