বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহদী হাসানকে মুক্তি দেওয়া যায়নি আইনি জটিলতার কারণে। ঢাকা ও হবিগঞ্জে টানা আন্দোলনের মধ্যেও শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে তাকে ম্যাজিস্ট্রেটের বাসায় নেওয়া হলে নেতাকর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়। তবে আদালত না বসায় শেষ পর্যন্ত তার মুক্তি সম্ভব হয়নি।
জেলা আহ্বায়ক আরিফ তালুকদার জানান, জামিন প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি, সংগঠনের মুখপাত্র আশরাফুল ইসলাম সুজন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাইক্রোবাসে করে ম্যাজিস্ট্রেটের বাসায় যান। সব প্রস্তুতি থাকা সত্ত্বেও ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকায় আদালত বসেনি এবং মাহদী হাসানকে মুক্ত করা যায়নি। শনিবার সন্ধ্যায় ডিবি পুলিশ শহরের শায়েস্তানগর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে, তবে কোন মামলায় আটক করা হয়েছে তা পুলিশ জানায়নি।
রোববার ভোর পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হবিগঞ্জ সদর থানার সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন।
আইনি জটিলতায় আদালত না বসায় হবিগঞ্জে মুক্তি পাননি মাহদী হাসান