ছয় দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে, যা ডেকেছে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া ধর্মঘটে নগরীতে বাস চলাচল বন্ধ রয়েছে, ফলে যাত্রীরা রিকশা, প্রাইভেটকার ও বেশি ভাড়ায় সিএনজি অটোরিকশার ওপর নির্ভর করছেন। অনেকেই বিকল্প হিসেবে ট্রেনের দিকে ঝুঁচ্ছেন, তবে টিকিট সংকটে পড়ছেন। ধর্মঘট শান্তিপূর্ণভাবে চলছে বলে জানানো হয়েছে। সংকট সমাধানে প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকের কথা রয়েছে।
সিলেটে ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু