একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
জামায়াতে ইসলামীকে খুনির দল আখ্যা দিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও মুক্তিযোদ্ধা নুর করিম বলেন, ‘১৯৭১ সালে তারা ৩০ লাখ মানুষ হত্যা করেছে। দুই লাখ মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। এমনকি ছোট শিশুদেরও হত্যা করতে তারা দ্বিধা করেনি। তাদের ক্ষমতায় আসার স্বপ্ন কেয়ামত পর্যন্ত পূরণ হবে না।’ তিনি বলেন, ‘১৯৭১ সালে তারা লুটপাট করে টাকার পাহাড় গড়েছে। সেই অর্থ দিয়ে তারা এখনও রাজনীতি করে। বিদেশে অর্থ পাঠিয়ে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডাও চালাচ্ছে।’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধেও জামায়াতের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন নুর করিম। তিনি বলেন, ‘আমরা তাদের বিষ দাঁত ভেঙে দেব।’
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।