বনানী কবরস্থানে শ্রদ্ধা আর ভালোবাসায় শায়িত হলেন সাবেক এমপি, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বেগম রোকেয়া আনসারী। বাদ জুমা বায়তুল মোকাররম প্রাঙ্গণে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের ইমামতিতে জানাজা শেষে মরহুমাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। বেগম রোকেয়া আনসারী বৃহস্পতিবার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে জামায়াত আমির ও সেক্রেটারি জেনারেলসহ জামায়াত নেতারা গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বনানী কবরস্থানে শ্রদ্ধা আর ভালোবাসায় শায়িত হলেন সাবেক এমপি, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বেগম রোকেয়া আনসারী।