গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কের চারমাথা মোড়সংলগ্ন ডাচ্বাংলা ব্যাংকের সামনে রংপুর থেকে রাজশাহীগামী ‘সিফাত স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রী রবিউল ইসলাম পলাশ (৩৪) কে তল্লাশি করে পুলিশ। তার শরীরে বিশেষভাবে মোড়ানো সাদা পলিথিনে রাখা আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি পাবনা সদর উপজেলার চর সাধুপাড়া গ্রামের বাসিন্দা।
অন্যদিকে, শুক্রবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোবিন্দগঞ্জ পৌর শহরের উপজেলা রোডসংলগ্ন একটি মুদিদোকানে অভিযান চালিয়ে দোকানদার বিচিত্র বর্মণ (৪২) কে ১০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। তিনি গুমানীগঞ্জ ইউনিয়নের কোচমর্দন বাড়ইপাড়া গ্রামের বাসিন্দা। গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, এ ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার