Web Analytics

দক্ষিণ চীন সাগরে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। রোববার বিকেলে ইউএসএস নিমিৎজ বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করা এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমান ও এমএইচ-৬০আর সি হক হেলিকপ্টার দু’টি দুর্ঘটনায় পড়ে। মার্কিন প্যাসিফিক ফ্লিট জানিয়েছে, যুদ্ধবিমানের দুই পাইলট ইজেক্ট করে নিরাপদে উদ্ধার হয়েছেন এবং হেলিকপ্টারের তিন ক্রু সদস্যকেও সফলভাবে উদ্ধার করা হয়েছে। পাঁচজনই বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ইউএসএস নিমিৎজ বর্তমানে তার শেষ মিশন শেষে ওয়াশিংটনের কিটস্যাপ নৌ ঘাঁটিতে ফেরার পথে রয়েছে। এর আগে এটি মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিল হুতি বিদ্রোহীদের বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় মার্কিন উপস্থিতি জোরদার করতে। মার্কিন রণতরীতে এর আগেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে, বিশেষ করে ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান-এ।

27 Oct 25 1NOJOR.COM

আধাঘণ্টার ব্যবধানে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত

Person of Interest

logo
No data found yet!