কাতারের আমির ও প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে বাংলাদেশের মৌসুমি ফল ল্যাংড়া ও আম্রপালি আম, লিচু পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বিএনপি নেতা এনামুল হক চৌধুরী এই উপহারসামগ্রী কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল পরিচালক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুলের কাছে হস্তান্তর করেন। এ প্রসঙ্গে এনামুল হক চৌধুরী বলেন, খালেদা জিয়া কাতারের সমৃদ্ধি, উন্নয়ন এবং অগ্রগতির পাশাপাশি আমির ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেছেন। লন্ডনে উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর বিষয়টিও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন।
কাতারের আমির ও প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে বাংলাদেশের মৌসুমি ফল ল্যাংড়া ও আম্রপালি আম, লিচু পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।