প্রায় সপ্তাহ ধরে চলা আইনজীবীদের বয়কটে সৃষ্ট সাইবার ট্রাইব্যুনালের অচলাবস্থা অবশেষে নিরসন হয়েছে। রোববার থেকে চলবে ট্রাইব্যুনালের কার্যক্রম, নিশ্চিত করেছেন জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন। জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন এবং আইনজীবী সমিতির নেতাদের যৌথ আলোচনার পর ট্রাইব্যুনাল বর্জনের ঘোষণা থেকে সরে এসেছেন আইনজীবীরা। বৈঠকে আইনজীবী-বিচারকের মধ্যকার ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্বের অবসান হয়েছে। এর আগে ৬ ফেব্রুয়ারি জামিন না হওয়া নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।