প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক নারীর ভিডিও বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। বুধবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, অতন্দ্রানু রিপা নামের এক নারী আলী রীয়াজের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রচার করছেন এবং তার চরিত্র হননের অপচেষ্টা চালাচ্ছেন। সরকার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয় বিবেচনা করছে। অধ্যাপক রীয়াজ জানিয়েছেন, তিনি ওই নারীকে চেনেন না এবং তার সঙ্গে সম্পর্কিত সব দাবি মিথ্যা। তিনি এসব প্রচার অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন, অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও মানহানিকর প্রচারের ঝুঁকি আবারও সামনে এনেছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে ভিডিওর অভিযোগ অস্বীকার করে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে