দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরির কাজে অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক টিপু। উপসহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় ওই সাংবাদিকের সঙ্গে কথাকাটি হয়। একপর্যায়ে সাংবাদিককে ‘তুই জানার কে’ এমন প্রশ্ন করলে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত হয়ে শ্রমিকসহ স্থানীয়দের সাক্ষ্য গ্রহণ শেষে রায় প্রদান করেন। সাংবাদিকের অভিযোগ, প্রকৌশলী আগে আক্রমণ করে, পরে হাতাহাতি হয়।
অনিয়মের তথ্য জানতে চাওয়ার জেরে হাতাহাতি, সাংবাদিককে ১০ দিনের কারাদণ্ড দিলেন ইউএনও