চুয়াডাঙ্গার দর্শনায় জমি সংক্রান্ত বিরোধে আটক ছাত্রদল কর্মী মানিককে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেন পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার রাতে থানার সামনে মিছিল করে অবস্থান নেওয়ার পর ওসির সঙ্গে আলোচনার মাধ্যমে মানিককে ছেড়ে দেওয়া হয়। ঘটনায় এসআই অনুজ কুমারকে ক্লোজ করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। থানা ঘেরাওয়ের ভিডিও ভাইরাল হলেও পুলিশ দাবি করেছে, কেউ থানায় প্রবেশ করেনি এবং ঘটনাটি ঘেরাও নয় বরং শান্তিপূর্ণ মীমাংসা। ঘটনা তদন্তে বিভাগীয় কমিটি গঠন হয়েছে।
চুয়াডাঙ্গার দর্শনায় জমি সংক্রান্ত বিরোধে আটক ছাত্রদল কর্মী মানিককে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেন পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।