জুলাই সনদ ঘোষণার দাবিতে ‘লাল মার্চ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (১ জুলাই) শাহবাগ থেকে মিছিল শুরু হয়ে ফরেন সার্ভিস একাডেমিতে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার ৩০ কার্যদিবসের মধ্যে সনদ দিতে ব্যর্থ হয়েছে। শহীদের রক্তের বিনিময়ে আসা সরকার যদি কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে, তাহলে সেই দলের নাম জানাতে হবে। ইনকিলাব মঞ্চ আহ্বান জানায়, জুলাই সনদকে ১৮ কোটি মানুষের দলিল হিসেবে গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠা করা হোক।
জুলাই সনদ ঘোষণার দাবিতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে ‘লাল মার্চ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।