বাংলাদেশের শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান বারডেম জেনারেল হাসপাতাল নিজস্ব ব্যবস্থাপনায় প্রথমবারের মতো বহির্বিভাগ মেডিসিন ফার্মেসি চালু করেছে। ১৪ ডিসেম্বর হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. মির্জা মাহবুবুল হাসান নতুন এই সেবার উদ্বোধন করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের স্বল্পমূল্যে ও মানসম্মত ওষুধ সরবরাহ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
প্রতিদিন গড়ে চার হাজারেরও বেশি রোগী বারডেমে চিকিৎসা নিতে আসেন। এতদিন হাসপাতালের নিজস্ব ফার্মেসি না থাকায় রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হতো, যা প্রায়ই ব্যয়বহুল ও অনির্ভরযোগ্য ছিল। নতুন ফার্মেসি চালুর ফলে রোগীরা এখন হাসপাতাল চত্বরে নিরাপদ ও মানসম্মত ওষুধ পেতে পারবেন।
হাসপাতাল কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগ রোগীদের ভোগান্তি কমাবে এবং স্বাস্থ্যসেবায় বারডেমের সুনাম ও নেতৃত্ব আরও সুদৃঢ় করবে। স্বচ্ছতা ও মান নিয়ন্ত্রণে গুরুত্ব দিয়ে পরিচালিত এই ফার্মেসি দেশের অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানের জন্যও একটি উদাহরণ হতে পারে।
বারডেম হাসপাতালে স্বল্পমূল্যে মানসম্মত ওষুধ নিশ্চিতে বহির্বিভাগ ফার্মেসি চালু