মধ্যপ্রদেশের বেতুল জেলার ভৈনসদেহি মহকুমার ধাবা গ্রামে মঙ্গলবার অনুমতি ছাড়া ‘অবৈধ মাদরাসা’ চালানোর অভিযোগে একটি স্কুল ভবন গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। কর্মকর্তারা জানান, ভবনটি অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবং এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
গ্রামের বাসিন্দা আবদুন নাইম জানান, তিনি ২০ লাখ রুপি ব্যয়ে স্কুলটি নির্মাণ করছিলেন, তবে ভবনটি এখনো সম্পূর্ণ হয়নি এবং কোনো ক্লাস শুরু হয়নি। তিনি ৩০ ডিসেম্বর প্রদেশের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে অনুমতির আবেদন করেন এবং পরে গ্রামবাসীর প্রতিবাদের মুখে পঞ্চায়েত স্কুলটির জন্য অনাপত্তি সনদ দেয়। তবুও মহকুমা ম্যাজিস্ট্রেট অজিত মারাভির নেতৃত্বে প্রশাসন ভবনের কিছু অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মধ্যপ্রদেশে ৮৩ হাজার সরকারি স্কুলের মধ্যে অনেকগুলোর ভবন বা মৌলিক সুবিধা নেই, তবুও সেগুলো চালু রয়েছে। কিন্তু ‘মাদরাসা’ হিসেবে অভিযোগ তুলে স্কুল গুঁড়িয়ে দেওয়ার ঘটনাটি দেশটিতে চলমান ইসলামোফোবিয়ার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
মধ্যপ্রদেশে অনুমোদনহীন মাদরাসা অভিযোগে স্কুল গুঁড়িয়ে উত্তেজনা