Web Analytics

বাংলাদেশের মহান বিজয় দিবসে রাজধানীর গুলশানে ‘ফেলানী এভিনিউ’ নামে একটি সড়কের উদ্বোধন করা হয়েছে। ২০১১ সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের স্মরণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) গুলশান-২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নামকরণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফেলানীর নামে সড়কটির নামকরণ কেবল স্মরণ নয়, সীমান্ত হত্যার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। আদিলুর রহমান খান জানান, ফেলানীর নিষ্ঠুর হত্যাকাণ্ড বাংলাদেশের মানুষকে প্রতিদিন মানবাধিকারের প্রশ্নে সচেতন করে তোলে। স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী একে মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এই নামকরণ বাংলাদেশের মর্যাদা ও মানবিক অবস্থানের প্রতীক। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখেও মানবিক মর্যাদা রক্ষার বার্তা বহন করে এই উদ্যোগ।

16 Dec 25 1NOJOR.COM

বিজয় দিবসে সীমান্ত হত্যার শিকার ফেলানীর নামে গুলশানে সড়ক উদ্বোধন

Person of Interest

logo
No data found yet!