সতেরো দিন ধরে বন্ধ ডিএসসিসি'র প্রধান কার্যালয়সহ ১০টি আঞ্চলিক কার্যালয়। এতে ভেঙে পড়েছে নগর সেবা কার্যক্রম। কবে খুলবে নগরভবন সেই উত্তর নেই কারো কাছে। এর মধ্যে কুরবানির ঈদ আসন্ন হওয়ায় হাট ব্যবস্থাপনা, বর্জ্য অপসারণ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। ওয়ার্ড কার্যালয়ের মাধ্যমে জোড়াতালি দিয়ে বর্জ্য অপসারণসহ জরুরি কিছু সেবা সচল রাখা হয়েছে। সড়ক বাতি প্রজ্বালন, বৃষ্টির পানি নিষ্কাশন, মশার ওষুধ ছিটানোসহ প্রায় ৩০ ধরনের সেবাই ব্যাহত হচ্ছে। এ প্রসঙ্গে টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, যে কারোরই আন্দোলন করার অধিকার রয়েছে। সাময়িক হলে অফিস বন্ধ করেও আন্দোলন করা যায়। কিন্তু দিনের পর দিন অফিস বন্ধ করে আন্দোলন করা ঠিক নয়। তিনি জানান, আন্দোলনকারীদের বিকল্প খুঁজে নিতে হবে।
সতেরো দিন ধরে বন্ধ ডিএসসিসির প্রধান কার্যালয়সহ ১০টি আঞ্চলিক কার্যালয়। কুরবানির ঈদ আসন্ন হওয়ায় হাট ব্যবস্থাপনা, বর্জ্য অপসারণ নিয়ে দেখা দিয়েছে জটিলতা।