কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত-এনসিপি ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা ভোটকেন্দ্র দখল করতে আসবে তাদের বেঁধে পুলিশে দিতে হবে। মঙ্গলবার সকালে দেবিদ্বার উপজেলার ওয়াহেদপুর ঘোষাইবাড়ি মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। হাসনাত জানান, এবার ভোট চুরি প্রতিহত করতে রাজনৈতিক নেতার প্রয়োজন নেই, জুলাই আন্দোলনে যারা রাস্তায় নেমেছিলেন তারাই ভোট পাহারা দেবেন।
তিনি বলেন, ভোটে দুটি ভোট দিতে হবে—একটি শাপলাকলিতে এবং আরেকটি ‘হ্যাঁ’ ভোটে। তার মতে, বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ নির্ভর করবে এই গণভোটের ফলাফলের ওপর। তিনি অভিযোগ করেন, একটি দল ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ যাবে বলে অপপ্রচার চালাচ্ছে, যা সত্য নয়। তিনি কর্মীদের ফজরের নামাজ শেষে ভোটকেন্দ্রে গিয়ে পাহারা দিতে আহ্বান জানান।
সভায় সুবিল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে জামায়াত ও খেলাফত মজলিসের স্থানীয় নেতারা বক্তব্য দেন।
দেবিদ্বারে ভোটকেন্দ্র দখল ঠেকাতে সতর্ক থাকার আহ্বান হাসনাতের