আন্তর্জাতিক জলসীমায় গাজাগামী মানবিক ত্রাণবাহী ম্যাডলিন জাহাজ জব্দের ঘটনায় ইসরাইলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে অভিযুক্ত করেছে তুরস্ক। জাহাজটিতে ১২ অ্যাক্টিভিস্ট ছিলেন, যাদের মধ্যে দুইজন তুর্কি নাগরিক। আঙ্কারা একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও সামুদ্রিক স্বাধীনতার হুমকি হিসেবে আখ্যা দিয়েছে। ২০১০ সালের গাজাগামী ত্রাণ বহরে ইসরাইলের হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে তুরস্ক জানায়, এই ঘটনা আবারও ইসরাইলের আক্রমণাত্মক মনোভাব ও আন্তর্জাতিক নিয়ম ভাঙার প্রমাণ। এতে আঞ্চলিক স্থিতিশীলতা আরও ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে তুরস্ক।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।