২০২৫ সালের ২৭ ডিসেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবে ‘আগামী জাতীয় নির্বাচন ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ভারত বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় না। তিনি দাবি করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে তা ভারতের স্বার্থবিরোধী হবে এবং এতে ভারতের পক্ষে বাংলাদেশে প্রভাব বিস্তার করা কঠিন হয়ে পড়বে। মাহমুদুর রহমান অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, মাত্র ছয় সপ্তাহ বাকি থাকলেও সরকার ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন আয়োজন করতে পারবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।
তিনি নাগরিক সমাজকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার আদায়ের আহ্বান জানান। মাহমুদুর রহমান আরও বলেন, ভারত আওয়ামী লীগ সরকারকে শতভাগ সমর্থন দিয়েছে, তবে ভবিষ্যতে কোনো সরকার এমন আন্তর্জাতিক সমর্থন পাবে না। আলোচনায় রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী দেশপ্রেম, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স ও ফেয়ার ইলেকশন অ্যাডভাইজরি কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেন ড. মো. শরিফুল আলম।
ঢাকায় আলোচনায় মাহমুদুর রহমানের অভিযোগ, বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন চায় না ভারত