Web Analytics

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং জাপানি প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গ্লাফিট বাংলাদেশ লিমিটেড যৌথভাবে দেশের বিভিন্ন স্থানে ইলেকট্রিক যানবাহনের চার্জিং স্টেশন স্থাপন করবে। বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল এবং গ্লাফিট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তোমোয়াকি ফুরুওকা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

আর এন পাল বলেন, দেশে তরুণ প্রজন্মের মধ্যে স্কুটারসহ পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার দ্রুত বাড়ছে। আরএফএল সম্প্রতি ‘রাইডো’ ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে। তবে দ্রুত চার্জিং সুবিধার অভাব এখন এ খাতের বড় বাধা। এজন্য সারাদেশে চার্জিং ও ব্যাটারি সোয়াপিং স্টেশন স্থাপনে কাজ শুরু হবে, যেখানে প্রযুক্তিগত সহায়তা দেবে গ্লাফিট। প্রথমে বেশি ইলেকট্রিক যান ব্যবহৃত এলাকায় স্টেশন স্থাপন করা হবে এবং পরে চাহিদা অনুযায়ী বিস্তৃত করা হবে।

তোমোয়াকি ফুরুওকা জানান, গ্লাফিটের মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা নিকটবর্তী চার্জিং পয়েন্ট খুঁজে পাওয়া, ব্যাটারির অবস্থা দেখা এবং ব্যবহারের তথ্য ট্র্যাক করতে পারবেন।

18 Jan 26 1NOJOR.COM

বাংলাদেশে ইভি চার্জিং নেটওয়ার্ক গড়তে যৌথ উদ্যোগে আরএফএল ও গ্লাফিট

Person of Interest

logo
No data found yet!