Web Analytics

ভারতের আসাম রাজ্য থেকে বাংলাদেশি সন্দেহে ১৯ জনকে পুশইন করেছে ভারত। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিকমাধ্যম এক্সে জানান, আসাম পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নাগাঁও ও কার্বি আংলং জেলায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। তিনি বলেন, রাজ্য সরকার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং বৈধ নথি ছাড়া কাউকে আসামে থাকতে দেওয়া হবে না। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও কর্মকর্তারা জানান।

বিশ্লেষকরা বলছেন, এ ধরনের পুশইন আন্তর্জাতিক মানবাধিকার আইন ও ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় চুক্তির পরিপন্থী। এর আগেও বিএসএফ বিভিন্ন রাজ্য থেকে বাংলাভাষীদের ধরে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে, যাদের মধ্যে বাংলাদেশি, রোহিঙ্গা ও অজ্ঞাত পরিচয়ের মানুষও ছিল।

বিজিবি জানিয়েছে, কিছু রোহিঙ্গা যারা ভারতে ইউএনএইচসিআর-এ নিবন্ধিত ছিল, তাদেরও বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যা বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।

Card image

Person of Interest

logo
No data found yet!