বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল ডিজিটালভাবে পর্যবেক্ষণের জন্য অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ‘ট্রাক মুভমেন্ট’ নামে নতুন একটি সাব-মডিউল চালু করেছে। এর মাধ্যমে প্রতিটি ট্রাকের প্রবেশ, অবস্থানকাল এবং খালি ট্রাকের ফেরত সংক্রান্ত তথ্য ইলেকট্রনিকভাবে সংরক্ষণ করা হবে। যশোরের বেনাপোল কাস্টম হাউসে ১৫ ডিসেম্বর থেকে পাইলট কার্যক্রম শুরু হয়েছে, যা পূর্বের ম্যানুয়াল পদ্ধতির বিকল্প হিসেবে আরও নির্ভুল ও দ্রুত তথ্য ব্যবস্থাপনা নিশ্চিত করবে।
এনবিআরের মতে, নতুন এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে সীমান্ত বাণিজ্যে স্বচ্ছতা, জবাবদিহি ও রাজস্ব সংগ্রহে দক্ষতা বৃদ্ধি পাবে। রিয়েল-টাইম রিপোর্টিংয়ের ফলে ট্রাক চলাচল মনিটরিং সহজ হবে এবং সীমান্ত নিরাপত্তাও জোরদার হবে। কর্মকর্তারা মনে করছেন, এ উদ্যোগ সীমান্ত বাণিজ্যের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খুব শিগগির দেশের সব স্থলবন্দরে এই মডিউল চালুর পরিকল্পনা রয়েছে। এতে আমদানি কার্যক্রম আরও গতিশীল হবে এবং ডিজিটাল প্রশাসনের লক্ষ্যে নতুন অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্যে ডিজিটাল ট্রাক মনিটরিং চালু করল এনবিআর