পিরোজপুরের মঠবাড়িয়ায় সৌদিপ্রবাসী এক তরুণকে আটকে রেখে মোবাইলে মুক্তিপণ দাবি করার অভিযোগে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। জানা গেছে, যেই নাম্বার দিয়ে মুক্তিপণ চাওয়া হয়েছে ঐ নাম্বারটি আটক নাঈম হোসেনের। তিনি মঠবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক। জানা গেছে, রিয়াজুল ইসলাম চার বছর আগে সৌদি আরব যান। সম্প্রতি তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরে ২৪ জুন সৌদি প্রবাসী এক আত্মীয় আল আমীনের মোবাইল নাম্বারে কল দিয়ে একটি চক্র রিয়াজুলকে আটক করে রেখেছে জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে ২০ হাজার টাকা পাঠানো হয়। আর জিডি করার পর আসামি ধরা পড়ে। এদিকে প্রবাসীর পরিবার জানিয়েছে, সৌদি আরবে আটক ওই প্রবাসীকে ছেড়ে দিয়েছে চক্রটি।
পিরোজপুরের মঠবাড়িয়ায় সৌদিপ্রবাসী এক তরুণকে আটকে রেখে মোবাইলে মুক্তিপণ দাবি করার অভিযোগে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।