ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা এলাকায় শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে আকিমদ্দিন কাজী নামে এক শ্রবণপ্রতিবন্ধী কৃষক নিহত হয়েছেন। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকাগামী একটি চলন্ত ট্রেনের নিচে পড়ে তিনি মারা যান। ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। ভাঙ্গা রেলওয়ে স্টেশন ম্যানেজার জিল্লুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকিমদ্দিন সকালে ঘুম থেকে উঠে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। ব্রাহ্মণকান্দা রেলওয়ে ব্রিজ পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের সহায়তায় স্বজনেরা মৃতদেহ উদ্ধার করেন। পরে রেলওয়ে পুলিশ এসে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করে। আকিমদ্দিন তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশি তদন্তের প্রয়োজন হয়নি বলে জানানো হয়।
ভাঙ্গায় ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে শ্রবণপ্রতিবন্ধী কৃষকের মৃত্যু