বেলুচিস্তানের খুজদার এলাকায় একটি স্কুল বাসে হামলার ঘটনায় পাকিস্তান ভারতের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ করেছে। ভারত সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পাকিস্তান তার নিজের অভ্যন্তরীণ সব সমস্যার জন্য ভারতেরকে দায়ী করতে অভ্যস্ত হয়ে উঠেছে। উল্লেখ্য, বুধবার খুজদারে স্কুল বাসে হামলার ঘটনায় চার শিশুসহ ছয় জন নিহত হয়। এছাড়া আরও ৪২টি শিশু আহত হয়। পাকিস্তান আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ভারতের সন্ত্রাসী রাষ্ট্রীয় নকশা ও তাদের এজেন্টদের মাধ্যমে বেলুচিস্তানে পরিকল্পিতভাবে একটি স্কুলবাসকে লক্ষ্য করে এই কাপুরুষোচিত ও ঘৃণ্য হামলা চালানো হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।